প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
আদালতে হাজিরা দিতে গেলে প্রকাশ্যে এক যুবকের উপর হামলা।
এম মোহাম্মদ ওমর।
দৈনিক বেলা বার্তা।
বাগেরহাটে আদালত চত্বরে সামনে বহিরাগত একদল সন্ত্রাসী দুই দফা মারপিট করে। সিরাজুল ইসলাম (৩৭)
নামের একজনকে হত করেছে, সোমবার দুপুরের দিকে। প্রকাশ্যে জনসম্যুক্ষে এ ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হসপিটালে ভর্তি করে।
আহত সিরাজুল ইসলাম বাগেরহাট পৌরসভার দড়াটানা মালোপাড়া সোবাহান শেখের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন সিরাজুল ইসলাম জানান। একটি মামলায় সোমবার সকালে হাজিরা দিতে গেলে, আদালত প্রাঙ্গণেই তানুর ভাই
আজিম ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জন মিলে প্রথমে তাকে মারধর করে। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী ও সাধারন মানুষ যারা ছিলেন হামলাকারীদের হাত থেকে উদ্ধার করার পরেও দ্বিতীয় দফায় লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
আহত সিরাজুল ইসলামের বোন শরীফা বলেন আমার ভাই, একটি মামলার সোমবার হাজিরা দিতে গেলে আদালত প্রাঙ্গণেই আমার ভাইকে সন্ত্রাসীরা এলোপাথাড়ি মারধর করে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে আমি নিজে আমার ভাইকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে প্রথমেই সেনাবাহিনীর ক্যাম্পে যান। সেনাবাহিনীর ক্যাম্প থেকে আমাদেরকে হাসপাতালে পাঠায়। এবং এ ঘটনায় থানায় অভিযোগ দিতে বলেছে। তাই সিরাজুল ইসলামকে বিরাট সদর হসপিটালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
© দৈনিক বেলা বার্তা